মোস্তাফিজ এর বোলিং একশন!!

লক্ষ্য করলে দেখবেন প্রায় প্রতি সিরিজেই ইঞ্জুরির শিকার হয়। এমন কি ৬ মাসের বেশী সময় ইঞ্জুরির কারনে মাঠের বাইরে থাকার অভিজ্ঞতাও তার হয়েছে। কিন্তু ইঞ্জুরি ঝুকি কমাতে কোচিং স্টাফ দের তার একশন চেঞ্জ করার সিদ্ধান্ত নিতে কখনো দেখিনি। কারনটাও বোধগম্য একশন চেঞ্জ করলে সাভাবিক ছন্দ ব্যহত হওয়ার সম্ভাবনা বেশী। স্টার্ক ইঞ্জুরি থেকে ফিরে এসে কখনো ফর্মহীনতায় ভুগতে হয়নাই কারন টা তার সাভাবিক একশন আর ছন্দে বল করার কারনে। অথছ আমাদের মুস্তাফিজ ৬ মাস মাঠের বাইরে থাকার কারনে তার বোলিং একশন চেঞ্জ করা হলো। এতে নাকি তার ইঞ্জুরি ঝুকি কমবে। আর এই নতুন একশন এ বল করতে গিয়ে তার কাটার,স্লোয়ার গুলোর কার্যকারিতা হারাচ্ছে। যেহেতু নিজের সাভাবিক ছন্দে বল করতে পারছেনা তাই আগের মতো সক্ষমতা মোস্তাফিজ হারিয়ে ফেলছেন। আর এই বোলিং একশন চেঞ্জ করার মূল কারিগর মারিও ভিল্লাভারায়ন নামের এক ট্রেইনার যার ছিলনা কোন প্রতিস্টিত প্লেয়ারের সম্মান না আছে হাই প্রোফাইল ট্রেইনার এর সার্টিফিকেট। অথছ তার কথা মতোই একশন চেঞ্জ করা হলো। আপনি এমন কোন বোলার দেখাতে পারবেন না যে একশন চেঞ্জ করে আগের মতো সফলতা ধরে রেখেছে। তাইতো একশন তখনই চেঞ্জ করা হয় যখন তার বল অবৈধ ঘোষনা করা হয়। উদাহারন হিসেবে সুনিল নারিন এর কথা বলতে পারি যে অবৈধ বোলিং এর কারনে বোলিং একশন চেঞ্জ করতে বাধ্য হয়।যার কারনে আগের বোলিং কার্যকারিতা হারিয়ে ফেলে। অথচ আমির ৭ বছর পর ফিরেও তার সাভাবিক একশনে বল করে সফলতার মুখ দেখেছিলো। আর আমাদের মুস্তাফিজ কে অভ্যস্ত একশন বাদ দিয়ে নতুন একশনে বল করানোতে জোর দিলো ট্রেইনার ভিল্লাভারায়ন। আমি মনে প্রানে বিলিভ করি তার পুরনো একশনে বল করলে আবারো পুরনো ছন্দ,কার্যকর কাটার,স্লোয়ার গুলো ফিরে আসবে। পরিশেষে একটা কথা বলি। একদা এক সময় আমাদের শাহাদাত হোসেন নামের এক বোলার ছিলো। যে ভালো গতি দিতে পারতো। বোলিং টাও খারাপ ছিলোনা। ভালো পারফরম্যান্সের প্রমান হিসেবে জিম্বাবুয়ের সাথে হ্যট্রিক ও করলো। কিন্তু তার স্টেইন হওয়ার সাধ জাগলো। যার কারনে নিজের বোলিং একশন চেঞ্জ করে স্টেইন হতে চাইলো। ফলাফল হিসেবে পেলো গলির বোলার এর মতো পিটুনি। এশিয়া কাপের ফাইনাল টা নিসচয় সবার মনে আছে। যে বেধডক পিটুনি সহ শেষ ওভারে ২০ রানের মতো দিয়ে ম্যাচ হারানোতে অবদান রেখেছিলো। যার জন্য বর্তমান সময়ের নির্বাচক হাবিবুল বাশার এখনো আপছোচ করে বলে। কিভাবে একশন চেঞ্জ করতে গিয়ে নিজের সহজাত ক্ষমতা হারিয়েছিলো। আমরা চাইনা শাহাদাতের মত আমাদের মোস্তাফিজ ছন্দ হারা হোক। আমরা চাই সেই মোস্তাফিজ কে যে নিজের অপার ছন্দে বল করে ব্যটসমেনের বুক কাপিয়ে দিচ্ছে,স্লোয়ার,কাটারে ব্যটসমেন কে বিব্রান্তো করা কিংবা ইয়র্কারে স্টাম্প উপডে ফেলা। ফিরে আসুক সেই মুস্তাফিজ আপন ছন্দে আপন একশনে। সেই দিনটার অপেক্ষায় রইলাম।
Share on Google Plus

1 মন্তব্য(গুলি):