অনিবার্য কারণে পেছাল কম্পিউটার সিটির মেলা

মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। সংবাদ সম্মেলনেও বলা হলো মেলার বিস্তারিত। তবে সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক পরই পেছানো হলো বিসিএস কম্পিউটার সিটির মেলা ‘সিটিআইটি ফেয়ার ২০১৭’-এর দিনক্ষণ। রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজারের এই বার্ষিক মেলা শুরু হওয়ার কথা ছিল আগামীকাল ৩০ মার্চ। গতকাল মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়েছিল এ উপলক্ষে। কিন্তু বিকেলে আয়োজকেরা মেলা পেছানোর সিদ্ধান্ত নেন। আগামী ৬ এপ্রিল সন্ধ্যায় মেলার উদ্বোধন করা হবে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
গতকাল মুঠোফোনে প্রথম আলোকে মেলার সমন্বয়ক মুসা মিহির কামাল বলেন, অনিবার্য কারণবশত মেলা পেছানো হচ্ছে। তবে মেলার সব আয়োজন আগের মতোই থাকছে। বিসিএস কম্পিউটার সিটিতে এ মেলা চলবে নয় দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা চলাকালীন কম্পিউটার সিটির সব কটি দোকানে বিশেষ ছাড়, উপহার কিংবা পণ্য কেনায় অন্য কোনো সুবিধা পাবেন ক্রেতারা। এবারের মেলায় ভার্চ্যুয়াল রিয়েলিটি বিশেষ গুরুত্ব পাবে। সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, রায়ানস কম্পিউটার্স লিমিটেডের প্রধান নির্বাহী আহমেদ হাসান, হাইটেক প্রফেশনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান, ব্যতিক্রম ইলেকট্রনিকসের চেয়ারম্যান শাফকাতুল বদরসহ অনেকে।
এবারের মেলা আয়োজনে সহযোগিতা করছে এইচপি, আসুস, এসার, ডেল, লেনোভো ও র্যাপো।
Share on Google Plus

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন